Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

পরীমণি: আশা করি ‘প্রীতিলতার’ পথচলায় সবাই পাশে থাকবেন

এই ছবির জন্য দীর্ঘ দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৫ পিএম

ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে নির্মিত ‘‘প্রীতিলতা’’ ছবির জন্য দীর্ঘ দুই বছর ধরে প্রস্তুতি নিয়ে আসছেন অভিনেত্রী পরীমণি। এই ছবির পথচলায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান ঢালিউডের এই অভিনেত্রী। 

প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে  ‘‘প্রীতিলতা’’ টিমের আয়োজিত সংবাদ সম্মেলনে পরীমণি এমন আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন। তাদের সেই বিশ্বাসের প্রতিদান দিতে দুই বছর ধরে চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের পথচলায় আপনারা সবাই পাশে থাকবেন বলে বিশ্বাস করি। চরিত্র নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না। আপনাদের সব প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।’’


আরও পড়ুন- ফারিয়ার ফিরিয়ে দেওয়া 'রাবেয়া' চরিত্রে পরীমণি


প্রসঙ্গত, ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে রাশিদ পলাশের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রে প্রীতিলতার ভূমিকায় দেখা যাবে পরীমণিকে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

নির্মাতা রাশিদ পলাশ বলেন,‘‘‘প্রীতিলতা’ আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম। অবশেষে আমাদের পথচলা শুরু। এ সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমনির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরে শেষের দিকের সিনেমার বাকি অংশের শুটিং শুরু করব।’’

‘‘প্রীতিলতা’’ টিমের আয়োজিত সংবাদ সম্মেলনে পরীমণি ও রাশিদ পলাশ ছাড়াও অভিনেত্রী শম্পা রেজা উপস্থিত ছিলেন।

পরীমণি ছাড়াও ‘‘প্রীতিলতা’’ চলচ্চিত্রে অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখকে দেখা যাবে।


   

About

Popular Links

x