এ বছরেই জুলাই মাসেই১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাও। সম্পর্কের শুরু থেকেই একে অপরের খুব ভালো বন্ধু আমির-কিরণ। তাই জানিয়েছিলেন, বিচ্ছেদের পরেও বন্ধুত্ব অটুট রাখবেন তারা। আর নিজেদের সেই প্রতিশ্রুতি রেখেছেনও।
সম্প্রতি আমিরের মুক্তিপ্রত্যাশী “লাল সিং চড্ডা” চলচ্চিত্রের কাজও একত্রেই শেষ করেছেন দুজন। লাদাখে একসঙ্গে ভ্রমণে যাওয়া কিংবা আমিরের এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতেও জুটি বেঁধে গিয়েছেন আমির-কিরণ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) ছেলে আজাদ রাও খানকে নিয়ে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গে মধ্যাহ্নভোজেও গিয়েছেন সাবেক এই দম্পতি।
এমনকি বিচ্ছেদের পরেও পাপারাজ্জিদের ক্যামেরাতেও বেশ স্বাভাবিকভাবেই ধরা পড়েছেন আমির-কিরণ।