Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

গায়কের বিরুদ্ধে সুপার মডেল রাতাকোস্কির যৌন হয়রানির অভিযোগ

মার্কিন সুপার মডেলের অভিযোগের জবাবে রবিন থিক এখনও কোনো মন্তব্য করেননি

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৩:২৯ পিএম

নিজের লেখা আসন্ন বই "মাই বডি"তে রবিন থিকের বিরুদ্ধে মার্কিন সুপার মডেল এমিলি রাতাকোস্কি যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। তার ভাষ্যমতে, ২০১৩ সালে হিট গান ব্লারার্ড লাইনসের মিউজিক ভিডিওর সেটে চিত্রগ্রহণের সময়ে সম্মতি ছাড়াই ৪৪ বছর বয়সী রবিন থিক তাকে গলা টিপে ধরেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

তবে মার্কিন সুপার মডেলের অভিযোগের জবাবে রবিন থিক এখনও কোনো মন্তব্য করেননি।

সানডে টাইমস সংবাদপত্রে সর্বপ্রথম মাই বডি বইয়ের সঙ্গে সম্পর্কিত এই অভিযোগগুলোর কথা প্রকাশিত হয়।

৩০ বছর বয়সী রাতাকোস্কির দাবি, ‘‘আমার সঙ্গে শুটিং করার জন্যে থিক মাতাল হয়ে সেটে ফিরে এসেছিল।’’ 

তিনি বলেন, ‘‘আচমকা পিছন থেকে আমার বুকে আমি একজন অপরিচিত ব্যক্তির হাতের স্পর্শ অনুভব করি। আমি স্বভাবতই সরে যাই এবং রবিন থিকের দিকে ফিরে তাকাই।’’

মার্কিন এই সুপার মডেল জানান, এ ঘটনার কারণে তিনি বেশ অপমানবোধ করছিলেন।

ভিডিওটির পরিচালক ডায়ান মার্টেল সানডে টাইমসকে জানান, তার ওই ঘটনার কথা মনে আছে। থিক পরে নিজের কৃতকর্মের জন্যে ক্ষমা চেয়েছিলেন বলেও জানান তিনি।

থিক এবং রাতাকোস্কি ছাড়াও সেই মিউজিক ভিডিওতে গায়ক ফ্যারেল উইলিয়ামস এবং র‍্যাপার টিআইকে দেখা গিয়েছিল।

ব্লারড লাইনস ২০১৪ সালে যুক্তরাজ্যের সর্বাধিক ডাউনলোড করা গানের রেকর্ড অর্জন করার পাশাপাশি বিশ্বজুড়ে টপচার্টে জায়গা করে নিলেও অসম্মতিপূর্ণ যৌনতার অভিযোগে গানের কথা এবং ভিডিও নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়।

About

Popular Links