বড় পর্দা, ছোট পর্দা এবং মঞ্চ নাটকের পরিচিত মুখ ও গুণী অভিনেতা মাহমুদ সাজ্জাদকে সোমবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
এর আগে গুরুতর অসুস্থ হওয়ায় শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি করা হয় ৭৩ বছর বয়সী এ অভিনেতাকে।
বিষয়টি নিশ্চিত করে দেশবাসী ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের কাছে মাহমুদ সাজ্জাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছোট ভাই ম হামিদ।
ম হামিদ জানান, গত ১ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত মাহমুদ সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এলেও, অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
জহির রায়হানের “সংসার” চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখেন মাহমুদ সাজ্জাদ। “ঝড়ের পাখি”, “আপন পর”, “চোখের জলেসহসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।