পর্তুগালের পোর্তোতে আগামী ২৭ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় সঙ্গীত সম্মেলন- ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের সদস্য শারমীন সুলতানা সুমি সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন।
ইতোমধ্যেই সম্মেলন থেকে আমন্ত্রণও পেয়েছেন চিরকুট ব্যান্ডের এই গায়িকা। আগামী ২৬ অক্টোবর এই সংগীত সম্মেলনে অংশ নিতে পর্তুগালে পৌঁছাবেন সুমি।
তার আগে একটি মিটিংয়ে অংশ নিতে সুইজারল্যান্ড যাবেন সুমি। আগামী ২০ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি।
প্রসঙ্গত, ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো নামের এ সম্মেলনকে আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সবধরনের মিউজিকের বৃহত্তম মার্কেট বলা হয় এটিকে। ওম্যাক্সের এবারের আয়োজনে ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি পেশাদার ব্যক্তি অংশ নেবেন।
ওম্যাক্সে আমন্ত্রণের বিষয়ে সুমি বলেন, ‘‘২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভালে আমরা (চিরকুট) অংশ নিয়েছিলাম। উৎসবের পরিচালক টড আমাদের পরিবেশনা দেখেছিলেন। তিনি আবার ওম্যাক্সের জুরি সদস্য। সেই সূত্রে টড এবার আমাকে এই উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২০ অক্টোবর আমি ঢাকা থেকে রওনা দেবো।’’
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম বড় এই সঙ্গীত সম্মেলনের এবারের আয়োজন। ৭ নভেম্বর দেশে ফিরবেন সুমি।