Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত অরিজিৎ সিং

তবে দুজনের কারোই কোনো ধরনের উপসর্গ নেই

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৯:১৫ পিএম

সাম্প্রতিক সময়ে ভারতে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদনজগতের অনেক তারকাই এ মহামারিতে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় সর্বশেষ নামটি অরিজিৎ সিংয়ের। জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী সস্ত্রীক কোভিড আক্রান্ত হয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিৎ সিং নিজেই এ কথা নিশ্চিত করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হলেও অরিজিৎ কিংবা তার স্ত্রী কোয়েল রায় কারোরই কোনো শারীরিক অসুবিধা কিংবা উপসর্গ নেই। আপাতত তারা কোয়ারান্টাইনে রয়েছেন।


অরিজিৎ সিং কোভিড আক্রান্ত হওয়ায় তার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন। এ সঙ্গীত তারকার সেই পোস্টের কমেন্ট সেকশনে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

গত কিছুদিন ধরে বলিউডের অনেক তারকাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চাল, একতা কাপুর, ম্রুণাল ঠাকুর, নির্মাতা মধুর ভান্ডারকর উল্লেখযোগ্য। সঙ্গীত তারকাদের কোভিড শনাক্তদের তালিকায় রয়েছেন সোনু নিগম, সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি।

এছাড়া, টলিউড তারকাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে রয়েছেন রাজ-শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্ত প্রমুখ।

   

About

Popular Links

x