Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন অর্জুন

কয়েক দিন ধরেই গুঞ্জন চলছে, চার বছরের প্রেমের সমাপ্তি টেনেছেন মালাইকা-অর্জুন

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:৫৪ পিএম

কয়েক দিন ধরেই গুঞ্জন চলছে, চার বছরের সম্পর্কের ইতি টেনেছেন বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলা হয়েছিল, কথিত এ বিচ্ছেদের পর টানা ছয়দিন ঘর থেকে বের হননি মালাইকা। অন্যদিকে একই সময়, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বাড়িতে পার্টিতে হাজির হয়েছেন অর্জুন। তাও একা। 

সম্পর্কের শুরু থেকেই মালাইকা-অর্জুনকে যেকোনো পার্টি বা অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যেতো এতদিন। তবে কী বিচ্ছেদের পথেই হাঁটলেন তারা?

গণমাধ্যমগুলোর এমন সংবাদে কষ্ট পাওয়া ভক্তদের সুখবর দিলেন অর্জুন নিজেই।


বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মালাইকার সঙ্গে একটি “সেলফি” শেয়ার করে অর্জুন লিখেছেন, “গুজবের জন্য সময় কোথায়?”

এদিকে, এন্টারটেইনমেন্ট নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের তাণ্ডব বেড়ে যাওয়ায় বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছেন মালাইকা।

অন্যদিকে, কোভিডে আক্রান্ত অর্জুনও কিছুদিন নিজেকে ঘরবন্দি রেখেছেন।

About

Popular Links