Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

শাকিরার গানের কোরিওগ্রাফার ফারাহ খান!

সম্প্রতি জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'তে এসে ফারাহ খান নিজেই এ কথা জানান

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:০৯ পিএম

বলিউডের জনপ্রিয় সব গানের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক ফারাহ খান। ফারাহের মুদ্রার তালে নাচেননি এমন বলিউড তারকা খুঁজে পাওয়া কঠিন। ফারাহ’র কোরিওগ্রাফি মানেই সুপারহিট কিছু। 

তবে, বলিউডের গণ্ডি ছাড়িয়েও নিজের জনপ্রিয়তার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ফারাহ নিজেই।

কলম্বিয়ার বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরার সুপারহিট গান “হিপস ডোন্ট লাই-এর জন্য তাকে নাচ শিখেছিলেন ফারাহ।

সম্প্রতি ভারতের জনপ্রিয় কমেডি শো “দ্য কপিল শর্মা শো”তে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই পরিচালক। সেখানেই ফারাজ জানালেন শাকিরাকে নাচ শিখিয়েছেন তিনি।

ফারাহ জানান, ২০০৫ সালে মুক্তি পাওয়া  “হিপস ডোন্ট লাই” গানের একটি ভারতীয় সংস্করণ তৈরি করতেচেয়েছিলেন শাকিরা। আর সে জন্যই ডাক পড়েছিল ফারাহ খানের। পরে, ২০০৬ সালে নিউ ইয়র্কে গিয়ে শাকিরাকে বলিউডের ধাঁচে নাচ শিখিয়েছিলেন ফারাহ।

 

About

Popular Links