Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভেঙে গেল ধানুশ-ঐশ্বরিয়ার ১৮ বছরের সংসার

২০০৪ সালে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নামী প্রযোজক কস্তুরি রাজার ছেলে ধানুশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ এএম

নাগা চৈতন্য আর সামান্থা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদের খুব বেশিদিন হয়নি। এরই মাঝে দক্ষিণ ভারতে ভেঙে গেল আরও এক সংসার। দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবনের অবসানের ঘোষণা দিয়েছেন দক্ষিণি অভিনেতা ধানুশ এবং চলচ্চিত্র নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্ত।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদের কথা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

টুইটারে নিজ বিবৃতিতে ধানুশ বলেন, ‘‘বন্ধু, জুটি, অভিভাবক এবং পরস্পরের শুভাকাঙ্খী হিসেবে আমাদের ১৮ বছরের একসঙ্গে পথযাত্রা ছিল। উন্নতি, বোঝাপড়া, সমঝোতা ও গ্রহণ করার মাধ্যমে আমরা এ যাত্রাপথ পাড়ি দিয়েছি। আজ আমরা দুজন এমন এক প্রান্তে দাঁড়িয়ে যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বরিয়া এবং আমি আলাদা হয়ে যাওয়ার এবং ব্যক্তি হিসেবে নিজেদের আরও কিছুটা চেনার সিদ্ধান্ত নিয়েছি। অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রাখার সুযোগ দেবেন।’’

ইনস্টাগ্রামে একই বিবৃতি জানিয়েছেন ঐশ্বরিয়াও। ক্যাপশনে লিখেছেন, ‘‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। শুধু আপনাদের বোঝাপড়া আর ভালোবাসা দরকার।’’

২০০৪ সালে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নামী প্রযোজক কস্তুরি রাজার ছেলে ধানুশ। যাত্রা রাজা ও লিঙ্গ রাজা নামে তাদের দুই সন্তান রয়েছে।

মূলত দক্ষিণি অভিনেতা হলেও বলিউডেও সমান জনপ্রিয় ধানুশ। আনন্দ এল রাই পরিচালিত ‘‘রাঞ্ঝানা’’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একই পরিচালকের ‘‘আতরাঙ্গি রে’’ সিনেমায়। এখানে তার সঙ্গে ছিলেন অক্ষয় কুমার ও সারা আলী খান। অন্যদিকে, চলচ্চিত্র নির্মাতা ঐশ্বরিয়া পরিচালনা করেছেন তামিল রোমান্টিক থ্রিলার ‘‘থ্রি’’ ও ব্ল্যাক কমেডি ‘‘ভাই রাজা ভাই’’- এর মতো ছবি।

About

Popular Links