তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হওয়া গায়ক আসিফ আকবরকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১১ জুন) ১০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন ঢাকা মহানগর আদালতের বিচারক কেশব রায় চৌধুরী।
আদালতে তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বেগম এই তথ্য জানান। তিনি বলেন, ‘বিচারক আদেশে বলেছেন— আসামি আসিফ পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত জামিনে থাকবেন।’
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম আসিফ আকবরকে এফডিসি সংলগ্ন তার স্টুডিও থেকে গ্রেফতার করে। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। মামলা নম্বর ১৪।