Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড আক্রান্ত হয়ে অক্সিজেন সাপোর্টে তুষার খান

শনিবার ঢাকার গ্রিন রোডের একটি হাসপাতালে তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৫:১৯ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা তুষার খান। ফুসফুসের অধিকাংশ জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্টে রেখেছেন চিকিৎসকরা।

শনিবার (২২ জানুয়ারি) ঢাকার গ্রিন রোডের একটি হাসপাতালে তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। এক প্রতিবেনে এ তথ্য জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন।

জানা যায়, তুষার খানের ফুসফুসে ৫০%-এরও বেশি অংশে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। এ কারণে তিনি স্বাভাবিক অক্সিজেন নিতে পারছেন না।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, “তুষার খান প্রায় ১০ দিন ধরে অসুস্থ। এর আগে বাসাতেই ছিলেন। কিন্তু প্রচণ্ড কাশি ও শ্বাসকষ্ট হতো। অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। উনি করোনাভাইরাসে আক্রান্ত।”

তুষার খানের সুস্থতার জন্য অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

About

Popular Links