Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

অসুস্থ হয়ে হাসপাতালে পরীমণি

করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৬:১৪ পিএম

পরিচালক অরণ্য আনোয়ারের ফিচার ফিল্ম “মা” এর শুটিং স্পট থেকে হাসপাতালে নেওয়া হয়েছে আলোচিত ঢালিউড অভিনেত্রী পরীমণিকে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনকে পরীমণি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “হাসপাতালে আছি। বাকিটা এখনও জানি না।”

জানা যায়, "মা" ছবির শুটিং শেষ করে মাতৃত্বকালীন ছুটি শুরুর পরিকল্পনা করছিলেন পরীমণি। তবে বুধবার শুটিং শুরুর আগেই পরীমণির শরীর খারাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়।

এদিন মধ্যরাতে পরীমণির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতে তাকে ঢাকায় আনা হয়। এরপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ। 

২৩ জানুয়ারি পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও সহকর্মীদের নিয়ে পরীমণির বাসায় আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি।

সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের “গুনিন” ও চয়নিকা চৌধুরীর “কাগজের বউ” ছবির শুটিং শেষ করেছেন পরীমণি।

তিনি ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

   

About

Popular Links

x