Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

৯২ কোটি টাকায় শাহরুখ-আলিয়ার নতুন ছবিস্বত্ব কিনে নিলো নেটফ্লিক্স

এই চলচ্চিত্রের হাত ধরেই প্রযোজনায় নাম লিখিয়েছেন বলিউডে অভিনেত্রী আলিয়া ভাট

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার নাম লিখিয়েছেন প্রযোজনায়। “ডার্লিংস” নামে একটি ছবির সহ-প্রযোজনায় তিনি যুক্ত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে। 

শাহরুখ-আলিয়ার অনস্ক্রিনের জাদু তো এর আগেই ভক্তরা দেখেছে। এবার অফস্ক্রিনেও হিট তারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মুক্তির আগেই ৮০ কোটি রুপি অর্থাৎ প্রায় ৯২ কোটি টাকায় বিক্রি হয়ে গেছে “ডার্লিংস”-এর স্বত্ব।

ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি কিনে নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

জানা গেছে, এরই মধ্যে “ডার্লিংস”-এর শ্যুটিং শেষ করেছেন আলিয়া। যশমিত রিনের পরিচালনায় মা-মেয়ের সম্পর্কের গল্প দেখা যাবে চলচ্চিত্রটিতে। আলিয়া ছাড়াও ডার্লিংস-এ আরও অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় বর্মাসহ আরও অনেকে।

   

About

Popular Links

x