Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বলিউড কিং শাহরুখ খান এখন 'জিরো' (ভিডিও)

শাহরুখ খানের আসন্ন 'জিরো' ছবিটি বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০৭:২৫ পিএম

বাস্তবে 'জিরো' না হলেও, ‘জিরো’ চলচ্চিত্র দিয়ে আবারও রুপালী পর্দা মাতাতে আসছেন বলিউডের কিং শাহরুখ খান।  

টাইমস অব ইন্ডিয়া খবর প্রকাশ করেছে, গতকাল শুক্রবার ৫৩তম জন্মদিনেই মুক্তি পায় চলচ্চিত্রটির পূর্ণাঙ্গ ট্রেলার। চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্রটি। 

শাহরুখ খানের আসন্ন 'জিরো' ছবিটি বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।  

ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই এবং প্রযোজক হলেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। এতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

পরিচালক জানান, এটি কোন সায়েন্স-ফিকশন নয় এবং এটি শুধু ২ডি তেই মুক্তি পাবে। ছবিটিতে শাহরুখ খানকে একজন বামনের চরিত্রে দেখা যাবে।

এখন দেখার পালা বছর শেষের এই ছবিটি শাহরুখ ভক্তদের কতটা চমৎকৃত করতে পারে।


   

About

Popular Links

x