Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফের বড় পর্দায় কিং খান, এ বছরই মুক্তি পেতে পারে ‘পাঠান'

২০১৮ সালের পর লম্বা বিরতি৷ ৪ বছর পর ফের বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১১ পিএম

শেষবার কিং খানকে বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে “জিরো” ছবিতে৷ সেটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি৷ বলিউড সূত্রে খবর, এ বছরে মুক্তি পেতে পারে শাহরুখের নতুন চলচ্চিত্র “পাঠান”৷

“পাঠান” এর কিছু অংশের শুট শুরু হয়েছিল আগেই৷ এবার চলচ্চিত্রের বাকি অংশের শুট শুরু হচ্ছে৷ ইউরোপে ছবির শুটিং হওয়ার কথা৷ শাহরুখের সঙ্গে এই ছবিতে কাজ করছেন দীপিকা পাড়ুকোন৷ মার্চের শুরুতে ১৭ দিনের জন্য স্পেনে যাচ্ছেন বাদশাহ৷ বাদশাহর সঙ্গে দীপিকাও যাচ্ছেন ইউরোপের শুটিংয়ে৷ স্পেনে একটি রোমান্টিক দৃশ্যের শুটিং হওয়ার কথা৷ একটি প্রতিবেদনে প্রকাশ, স্পেনের বিশেষ দ্বীপের সৌন্দর্যকে “পাঠান” চলচ্চিত্রে ব্যবহার করতে চান পরিচালক সিদ্ধার্থ আনন্দ৷ ছবির মতো সুন্দর চুনাপাথরের পাহাড়ের সারিকে ক্যামেরায় তুলে ধরতে চান তিনি৷ রোমান্টিক এই গানের দৃশ্যে আবারও কিং খান এবং দীপিকা পাড়ুকোনের রসায়ন দেখতে পারবেন দর্শকরা৷

স্পেনের মালোরকায় “গ্র্যান্ড শুটিং” করতে চলেছেন পরিচালক৷ এর আগে বলিউডের কোনো ছবি কখনও এই লোকেশনে শুটিং হয়নি বলেই শোনা যাচ্ছে৷ এবার ছবির প্রেক্ষাপটে ইউরোপের দৃশ্য৷ তাই স্পেনের এই বিশেষ জায়গাকে বেছে নেওয়া হয়েছে৷ বেশ কয়েকটি দুরন্ত অ্যাকশন দৃশ্যেরও শুটিং হতে পারে স্পেনে, শোনা যাচ্ছে এমনটাই৷ সেই দৃশ্যে অভিনয় করবেন শাহরুখ, দীপিকা এবং জন আব্রাহাম৷

২০২১ সালের অক্টোবরে আরিয়ান খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরে “পাঠান” এর শুটিং পিছিয়ে গিয়েছিল প্রথমবার, একটি প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে৷ পরবর্তীতে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুটিং দ্বিতীয়বারের মতো পিছিয়ে যায়৷

ফেব্রুয়ারির শেষের সাত দিনে টানা শুটিং হবে ভারতে৷ এরপর শাহরুখ-দীপিকা সহ অন্য কলাকুশলীরা শুটিংয়ের জন্য পাড়ি দেবেন স্পেনে৷ সবকিছু ঠিক থাকলে “পাঠান” মুক্তি পেতে পারে এ বছরেই৷ “ওম শান্তি ওম” কিংবা “চেন্নাই এক্সপ্রেস” এর সেই রসায়ন, একইসঙ্গে চার বছর পর বাদশাহকে বড় পর্দায় দেখা৷ সবমিলিয়ে দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷

About

Popular Links