Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

অল্পে চোখ বেঁচে গেছে জ্যাকুলিনের

যে মোহনীয় চাহুনীতে লাখো যুবার প্রাণ ওষ্ঠাগত, সে চোখটাই খুঁইয়ে বসেছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। পরিচালক রোমিও ডিসুজার রেস সিরিজের ৩য় সিক্যুয়েল রেস থ্রির শ্যুটিং করতে গিয়ে চোখে চোট পান তিনি। সেই আঘাতের ফলস্বরূপ চোখের মণিতে স্থায়ীভাবে ক্ষত হয়েছে লঙ্কান বংশোদ্ভূত বলিউড সেনসেশনের

আপডেট : ১১ জুন ২০১৮, ০৯:০৯ পিএম

ঈদকে সামনে রেখে ১৫ জুন মুক্তি পেতে যাওয়া এ চলচ্চিত্রে বেশ কয়েকটি দুর্ধর্ষ মারামারির দৃশ্যে দেখা যাবে জ্যাকুলিনকে। আবুধাবিতে চলচ্চিত্রটির শ্যুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে গত মার্চে। ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন ছবির প্রযোজক রমেশ তাওরানি। অবশ্য চিকিৎসা নেওয়ার পরপরই শুটিং ইউনিটে ফেরেন এই তারকা। 

আঘাতের ফলে দু চোখের মণির আকৃতির পার্থক্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্যাকুলিন। ৯ জুন ইন্সট্রাগ্রামে করা পোস্টে তিনি বলেনএটা একটা স্থায়ী ক্ষত। আমার আইরিস কখনও সম্পূর্ণভাবে গোলাকৃতির হবে না। তবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ যেআমি এখনও দেখতে পারছি।

ধারণা করা হচ্ছে, আগের সব সিক্যুয়েলের চেয়ে ব্যবসাসফল হবে এটি। কিছুদিন আগে মুক্তি পাওয়া ট্রেলারও তেমনি আভাস দিচ্ছে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে আগের সিক্যুয়েলের সাইফ আলী খানের পরিবর্তে থাকছেন বলিউডের চিরকুমার সালমান খান। এছাড়াও ছবিতে থাকছেন ববি দেওলডেইজি শাহসাকিব সেলিমঅনিল কাপুর 

রেস থ্রি যৌথভাবে প্রযোজনা ও পরিবেশনা করেছেন টিপস ইন্ডাস্ট্রি।

   

About

Popular Links

x