"গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি” ছবির প্রচারণা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।
আর মাত্র তিনদিন পর ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। ছবির প্রচারণার জন্য পুরো ভারত ঘুরে বেড়ানো আলিয়া সম্প্রতি হাজির হয়েছিলেন কলকাতায়।
কলকাতা সফরে পরনে সাদা জামদানি, কানে নজরকাড়া দুল, খোঁপায় সাদা ফুলে স্নিগ্ধ আলিয়া নজর কেড়েছেন সবার।
প্রচারণায় আলিয়া জানান, গাঙ্গুবাঈ চরিত্রটি তার খুবই প্রিয়, তাই গাঙ্গুবাইকে “রকস্টার” বলে ডাকেন আলিয়া।
তবে, কলকাতায় প্রচারণায় এসে তিনি যে শুধুমাত্র বাংলার ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি পরেছেন তাই নয়, বরং কলকাতার জনপ্রিয় নলেন গুড়ের সন্দেশও খেয়েছেন স্বাস্থ্যসচেতন আলিয়া।

এমনকি বিদায়ের সময় দুই হাত জড়ো করে বাংলায় “আমার ভালোবাসা আপনাদের সকলকে। ভালো থেকো কলকাতা” বলে বিদায় নেন আলিয়া।