ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও দর্শকের মন জয় করে নিয়েছেন। তবে, সম্প্রতি ভক্তদের নতুন খবর জানালেন নিশো। বাংলাদেশের পর এবার ভারতের ওটিটি প্ল্যাটফর্ম “হইচই”-এর একটি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি।
“রেডরাম” ও “মরীচিকা” ওয়েব সিরিজের সাফল্যের পর “হইচই”-এর নতুন সিরিজ “কায়জার”-এ দেখা যাবে এ সময়ের ব্যস্ত এ তারকাকে।
জানা গেছে, গত বুধবার (২ মার্চ) থেকে ঢাকায় শুরু হয়েছে সিরিজের শুটিং।
সিরিজটি নির্মাণ করবেন “কন্ট্রাক্ট” ওয়েব সিরিজখ্যাত নির্মাতা তানিম নূর।
সংবাদমাধ্যম ঢাকা পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সিরিজের প্রধান চরিত্র কাইজার একজন হোমিসাইড ডিটেকটিভ। আর এই চরিত্রেই দেখা যাবে নিশোকে।
তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু এখনই জানাতে রাজি নন “কাইজার”-এর সঙ্গে সংশ্লিষ্ট কেউই।