মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিসে বাংলাদেশি টাকায় ১১৩ কোটিরও বেশি আয় করেছে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত বলিউড সিনেমা “গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি”।
বানশালি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “১০৮.৩ কোটি বিশ্বব্যাপী মোট বক্স অফিসের ব্যবসা।” ক্যাপশনে লেখা, “এতটা ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।”
২৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি এস হুসেন জাইদির লেখা “মাফিয়া কুইনস অফ মুম্বাই” গ্রন্থ অবলম্বনে নির্মিত ।
এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, বিজয় রাজ এবং শান্তনু মহেশ্বরীসহ আরও অনেকে।
ষাটের দশকে যৌনকর্মী থেকে সমাজের অন্যতম আলোচিত ব্যক্তি হয়ে ওঠা কামাঠিপুরার কর্ত্রী গাঙ্গুবাইয়ের জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে চলচ্চিত্রের গল্প। এই গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। আর সেজন্যই যৌনকর্মীদের কথা বলার ভঙ্গি ও তাদের শরীরী ভাষা শেখার জন্য কামাঠিপুরায় যেতে হয়েছিল তাকে।
আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে যৌনপল্লীতেও যেতেন আলিয়া
সিনেমাটিতে নিখুঁত শব্দচয়ন, উপভাষা, অভিব্যক্তি এবং রাগ, আনন্দ এবং অসহায়ত্বর আবেগকে তুলে ধরে দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন আলিয়া।