Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

তবে কি সাবাকেই বিয়ে করছেন হৃতিক?

অনেকগুলো কারণেই উঠেছে এমন প্রশ্ন

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৮:০১ পিএম

এই মুহূর্তে বলিউডে সবচেয়ে বেশি গুঞ্জন চলছে হৃতিক রোশন ও সাবা আজাদের সম্পর্ক নিয়ে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ার পর থেকে তাদের নিয়ে আলোচনা যেন থামছেই না! ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত কয়েক মাস ধরে মন দেওয়া-নেওয়া চলছে হৃতিক-সাবার।

হৃতিকের পরিবারের লোকজনের সঙ্গেও সাবাকে সময় কাটাতে দেখা গেছে। আর এসবের পরেই প্রশ্ন উঠছে, হৃতিক ও সাবা কি তবে বিয়ের পিঁড়িতে বসছেন?

হৃতিকের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮।

যদিও হৃতিক কিংবা সাবা দুজনের কেউই সম্পর্কের বিষয়টি স্বীকারও করেননি আবার সরাসরি উড়িয়েও দেননি। আর সে কারণেই ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সত্যিই তারা দুজন সম্পর্কে আছেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবা যেকোনো পোস্ট করলেই কমেন্ট সেকশনে দেখা যায় হৃতিকের মন্তব্য। দুই পরিবারও বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে বলে জানা গেছে।

একসঙ্গে ভালো সময় কাটালেও তাড়াহুড়ো করতে চান না সাবা কিংবা হৃতিক।

১৯৯০ সালে দিল্লিতে জন্ম নেওয়া সাবা আজাদ একজন অভিনেত্রী, থিয়েটার পরিচালক এবং সঙ্গীতশিল্পী। ২০০৮ সালে “দিল কাবাড্ডি” সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

About

Popular Links