Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

আসছে মার্ভেলের প্রথম দক্ষিণ এশীয়-মুসলিম সুপারহিরো ‘মিজ মার্ভেল’

অবশেষে অপেক্ষা শেষ করে মার্ভেল স্টুডিও নিজেদের প্রথম দক্ষিণ এশিয়ান মুসলিম নারী সুপারহিরো ‘মিজ মার্ভেল’-কে সামনে এনেছে

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৪:২১ পিএম

অবশেষে আসন্ন সুপারহিরো ড্রামা সিরিজ “মিজ মার্ভেল”-এর। মঙ্গলবার (১৫ মার্চ) ট্রেইলারটি সামনে এসেছে মার্ভেল স্টুডিও এবং ডিজনি প্লাস।

সিরিজে কমলা খান ওরফে মিজ মার্ভেলের চরিত্রে পাকিস্তানি-মার্কিন কিশোর অভিনেত্রী ইমান ভেলানিকে দেখা যাবে। 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বেড়ে ওঠা কিশোরী কমলা খান ভিডিও গেম খেলতে, কল্পকাহিনীতে ডুবে যেতে এবং স্বপ্ন বুনতে পছন্দ করে। ক্যাপ্টেন মার্ভেলের দারুণ ভক্ত কমলা একদিন হঠাৎ এক রহস্যময় কুয়াশার সংস্পর্শে এসে পরাশক্তি লাভ করে। 

ট্রেইলারে কমলার ধর্মীয় পরিচয় এবং মসজিদে প্রার্থনায় অংশ নেওয়ার দৃশ্যও দেখা গেছে।

জানা গেছে, ২০২৩ সালে “দ্য মার্ভেলস” চলচ্চিত্রেও একই চরিত্রে থাকিবেন ইমান ভেলানি।

বিশা কে আলীর নির্মিত সিরিজটি পরিচালনা করবেন আদিল এল আরবি, বিল্লাল ফাল্লা, মীরা মেনন এবং শারমিন ওবায়েদ-চিনয়। এ বছরের ৮ জুন আসবে “মিজ মার্ভেল”।

   

About

Popular Links

x