Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

রণবীর: আলিয়া আর আমি শিগগিরই বিয়ের কথা ভাবছি

বিয়ের আলোচনায় এবার ঘি ঢাললেন রণবীর নিজেই

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০১:৩৯ পিএম

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। জনপ্রিয় এ জুটির বিয়ে নিয়েও বহুদিন ধরেই চর্চা চলছে বলিউডে।

বিয়ের প্রসঙ্গে বরাবরই নিশ্চুপ থাকলেও এবার আলোচনায় ঘি ঢাললেন রণবীর নিজেই।

প্রয়াত অভিনেতা ও বাবা ঋষি কাপুরের শেষ চলচ্চিত্র “শর্মাজি নামকিন”-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রনবীর জানালেন খুব শিগগিরই বিয়ের কথা ভাবছেন তিনি ও আলিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে “সাঞ্জু”-খ্যাত এ তারকা বলেন, “আমি গণমাধ্যমকে নির্দিষ্ট কোনো তারিখ জানাবো না। তবে আলিয়া এবং আমার শিগগিরই বিয়ে করার ইচ্ছা আছে।”

এদিকে রণবীরের “শিগগিরই” বলত আগামী মাসের প্রথম দিকে হতে পারে হলে ভক্তরা মনে করছেন।

রণবীর তারিখ জানাতে অস্বীকৃতি জানালেও এপ্রিলের শুরুতে “ব্রহ্মাস্ত্র”-এর এই দুই তারকার বিয়ের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

যদিও এ বিষয়ে রণবীরের ফুফু রিমা জৈন সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে বলেন, ”আমি এখন পর্যন্ত এমন কিছুই জানি না। তারা বিয়ে করবে তবে কবে সেটা আমি জানি না। তারা সিদ্ধান্ত নিলে হঠাৎ করেই সব জেনে যাবেন।”

তিনি আরও বলেন, “আমরা এখনও কোনো প্রস্তুতিই নেইনি। তাহলে এত তাড়াতাড়ি বিয়ে কীভাবে হবে?”

বর্তমানে আলিয়া-রনবীর কাপুর তাদের আসন্ন চলচ্চিত্র “ব্রহ্মাস্ত্র”-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। ২০১৮ সাল থেকে প্রেম করলেও এই দুই তারকা এবারই প্রথম একসঙ্গে বড়পর্দায় হাজির হবেন।

About

Popular Links