হলিউড তারকা উইল স্মিথকে অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী ১০ বছর আর অস্কার অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না উইল স্মিথ।
শুক্রবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্মিথকে যে আচরণ করতে দেখা গেছে, আচরণ করতে দেখা গেছে, তা পুরো অনুষ্ঠানটিকে ম্লান করে ফেলেছে। এটি মোটেই গ্রহণযোগ্য নয়।''
এদিকে, অ্যাকাডেমির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তা মেনে নিয়েছেন স্মিথ।
গত ২৭ মার্চ স্ত্রীর চুল নিয়ে রসিকতা করায় অস্কার পুরস্কার অনুষ্ঠান চলার সময় কৌতুকাভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মারেন উইল স্মিথ। অ্যালোপেশিয়া রোগের কারণে চুল হারিয়েছেন তার স্ত্রী। তবে অনুষ্ঠান চলাকালেই ওই কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন উইল স্মিথ এবং অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছিলেন।
এরপরই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন উইল স্মিথ। ওই চলচ্চিত্রে তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতার চরিত্রে অভিনয় করেন।