Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইউটিউবে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির প্রথম গান

আপডেট : ১২ জুন ২০১৮, ১১:৩০ পিএম

এবার অভিনেতা হিসেবে বড় পর্দায় দেখা যাবে নির্মাতা খিজির হায়াত খান-কে। মিস্টার বাংলাদেশ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে নির্মাতা হিসেবে পরিচালনা করেছিলেন জাগো। 

১১ জুন ইউটিউবে বঙ্গ বিডি চ্যানেলে প্রকাশিত হয়েছে মিস্টার বাংলাদেশ ছবির প্রথম গান তুমি যে আমার। গানটির রচয়িতা খিজির হায়াত খান নিজেই। এতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাজমুল আবেদীন আবির। 

এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, এর আগে আমি হায়াতের সঙ্গে জাগো সিনেমাতে কাজ করেছিলাম। আশা করি এ গানটিও দর্শক ও শ্রোতাপ্রিয় হবে। অন্যদিকে, গানের কথা প্রসঙ্গে খিজির হায়াত খান জানিয়েছেন, এটি একটি ভালোবাসার গান। বলতে চেয়েছি, একটি ভালোবাসার মানুষের মনের কথা। এটি মিস্টার বাংলাদেশের প্রথম গানও। 

গানের ভিডিওতে খিজির হায়াত খানের সঙ্গে দেখা গেছে ছবিটির নায়িকা লাক্স তারকা শানারেই দেবী শানু। মিস্টার বাংলাদেশের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন হাসনাত পিয়াস এবং খিজির হায়াত খান। এ ছাড়াও ছবিটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।  

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে আবু আকতারুল ইমান পরিচালিত মিস্টার বাংলাদেশ মুক্তি পাবে চলতি বছরের ২০ জুলাই। ছবিটির অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন টাইগার রবি, জুবায়ের জুনায়েদ, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান, সোলাইমান সুখন ও হামিদুর রহমান। 

ভিডিও:


   

About

Popular Links

x