Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

আসছে নগরবাউল জেমসের ‘আই লাভ ইউ’

আসন্ন ঈদ উপলক্ষে চাঁদরাতে ইউটিউবে বসুন্ধরা ডিজিটাল নামের একটি চ্যানেল থেকে জেমসের নতুন গান প্রকাশিত হবে

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১০:২৩ পিএম

গত ১২ বছর ধরে দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমস সিনেমায় প্লেব্যাক করলেও মৌলিক কোনো গান নিয়ে হাজির হননি। তবে ভক্ত আর সঙ্গীত অনুরাগীদের অপেক্ষার পালার অবসান ঘটিয়ে দীর্ঘ এক যুগ পর নিজের নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় এ ব্যান্ড তারকা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, আসন্ন ঈদ-উল-ফিতরে প্রকাশ হচ্ছে জেমসের নতুন গান। অবশেষে জানা গেল জেমসের নতুন গানের নামও।  “আই লাভ ইউ” শিরোনামের গান নিয়েই দীর্ঘদিন পর শ্রোতাদের সামনে উপস্থিত হবেন উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পী। 

২৯ এপ্রিল সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে জেমসের নতুন গান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থাপক আবেগ রহমান গানের শিরোনাম ঘোষণা করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ঢাকা পোস্ট।

নিজের নতুন গান নিয়ে জেমস বলেন, “বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এ গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।” 

ইতোমধ্যে “আই লাভ ইউ” গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ শেষ হয়েছে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। গানটিতে পারফর্ম করেছেন স্বয়ং জেমসই। আসন্ন ঈদ উপলক্ষে চাঁদরাতে ইউটিউবে বসুন্ধরা ডিজিটাল নামের একটি চ্যানেল থেকে জেমসের নতুন গান প্রকাশিত হবে।

এক যুগ পর নতুন গান নিয়ে হাজির হওয়া জেমসের পরবর্তী গান নিয়ে ভক্তদের অপেক্ষা কী আরও দীর্ঘ হবে? এ প্রসঙ্গে আপাতত স্বস্তির খবর হলো আরও অনেক নতুন গান নিয়ে জেমস শিগগিরই হাজির হবেন।

এ বিষয়ে ভক্তদের কাছে “গুরু” হিসেবে পরিচিত জেমস জানান,এটি কেবল সূচনা। সামনে আরও কয়েকটি গান প্রকাশ হবে। এরপর সবগুলো মিলিয়ে অ্যালবাম আকারেও প্রকাশ করা হবে।

সব মিলিয়ে জেমস ভক্তদের এবারের ঈদ যে কয়েকগুণ বেশি আনন্দের উপলক্ষ নিয়ে আসতে যাচ্ছে, তা নিশ্চিতভাবেই বলা যায়।

About

Popular Links