Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিয়েটা দক্ষিণ আফ্রিকায় হোক, চেয়েছিলেন রণবীর-আলিয়া!

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে শোরগোল এড়াতে যথাসম্ভব গোপনেই বিয়ের সব প্রস্তুতি নিতে হয়েছিল

আপডেট : ০৮ মে ২০২২, ০৭:২৫ পিএম

ভারতের মুম্বাইয়ে গত মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে বলিউডের জনপ্রিয় এ জুটি নাকি দেশের মাটিতে বিয়ে করতে চাননি। বিয়ের মাসখানেক পর রণবীর কাপুরের মা নিতু সিং জানালেন, দক্ষিণ আফ্রিকায় গাঁটছাড়া বাঁধার পরিকল্পনা ছিল রণবীর-আলিয়ার।

কম্প্যানিয়নের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

রণবীর ও আলিয়া ২০২০ সালেই বিয়ে করতে চেয়ছিলেন। কিন্তু বিয়ের ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকাই ছিল এ জুটির প্রথম পছন্দ।

কারণ হিসেবে নীতু সিং বলেন, ‘‘ওরা বলেছিল, আমরা সার্কাস চাই না। কাউকে জানাতেও চাই না। শুধু নিজেরা নিজেদের মতো করে বিয়েটা করতে চাই।’’

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে যে বেশ শোরগোল উঠবে তা জানতেন নিতু সিংও। এ কারণে যথাসম্ভব গোপনেই বিয়ের সব প্রস্তুতি নিতে হয়েছে।

এ প্রসঙ্গে রণবীরের মা বলেন, ‘‘বিয়ের শোরগোল এড়াতে আমরা বাইরে বিয়ের বিষয়টি গোপন করে বাগদানের অনুষ্ঠান বলে সবাইকে জানাতে থাকলাম। এরই মধ্যে আমরা বিয়ের সব প্রস্তুতি নিয়েছিলাম।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা নিজেরা বিয়ের জন্য কোনো রকম কেনাকাটা বা আয়োজন করার জন্য বাইরে বের হতে পারিনি। সবকিছুই অন্যদের মাধ্যমে করতে হতো। শেষ পর্যন্ত বাড়ির আলোকসজ্জা এবং সব্যসাচীর বিয়ের পোশাক এসে পৌঁছনোর সব জানাজানি হয়।’’

নিজের ছেলে আর পূত্রবধূর দক্ষিণ আফ্রিকায় বিয়ের পরিকল্পনা নিয়ে রসিকতা করে নিতু সিং বলেন, বিয়ে নিয়ে কত পরিকল্পনা করেছিল দুজনে! দক্ষিণ আফ্রিকায় গিয়ে আগে রেকি সেরে আসবে, এই করবে, সেই করবে! আমাদেরও মাথা খারাপ হওয়ার উপক্রম। কিন্তু শেষ পর্যন্ত তারা কোথায় বিয়ে করলো? নিজেদের বাড়িতেই!’’

তবে নিজের ছেলের বিয়ে যেভাবে যেখানেই হোক, তা দারুণভাবে সম্পন্ন হয়েছে বলে জানালেন নিতু সিং। পরিবারের সবাই মিলে বিয়েতে বেশ আনন্দ করেছে বলেও জানালেন তিনি।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনেকটা ঘরোয়া এবং সাধারণ আয়োজনে এ বিয়ে অনুষ্ঠিত হয়।  

   

About

Popular Links

x