Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মারা গেছেন বিশিষ্ট গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা

বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অসংখ্য চিরসবুজ গানের কিংবদন্তি গীতিকার কে জি মোস্তফা (৮৪) মারা গেছেন

আপডেট : ০৯ মে ২০২২, ০৯:৪৮ এএম

বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অসংখ্য চিরসবুজ গানের কিংবদন্তি গীতিকার কে জি মোস্তফা (৮৪) মারা গেছেন। এ তথ্য জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী আশরাফ।

রবিবার (৮ মে) রাত ৮টায় আজিমপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় প্রেসক্লাবের এই সিনিয়র সদস্য।

সোমবার বাদ জোহর প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আশরাফ আলী আশরাফ।

কে জি মোস্তফার জন্ম ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর একজন গীতিকার ও সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

কে জি মোস্তফা রহমান- শবনম অভিনীত “রাজধানীর বুকে” (১৯৬০) চলচ্চিত্রের “তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে”, “আয়নাতে ওই মুখ” সহ অসংখ্য জনপ্রিয় গান লেখার জন্য পরিচিত।

কালজয়ী এই দুটি গানেরই সুরকার রবীন ঘোষ। একটি গান গেয়েছেন তালাত মাহমুদ, অন্যটি গেয়েছেন মাহমুদুন্নবী।

   

About

Popular Links

x