বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) রাতে দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের পর্দা উঠলো।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হন তিনি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের সাবেক এই অভিনেতা বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদন জানান।
এ সময় জেলেনস্কি সিনেমা এবং বাস্তবতার মধ্যে সংযোগ সম্পর্কে কথা বলেন। এক্ষেত্রে ফ্রান্সিস ফোর্ড কপোলার “অ্যাপোক্যালিপস নাউ” এবং চার্লি চ্যাপলিনের “দ্য গ্রেট ডিক্টেটর” এর মতো চলচ্চিত্রগুলোর উদাহরণ টেনেছেন তিনি।
২০১৯ সালে ইউক্রেনের টিভি সিরিজ “সার্ভেন্ট অব দ্য পিপল”-এ অভিনয় করে খ্যাতি লাভ করেন জেলেনস্কি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে দেখানো হয়েছে প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ফ্রান্সের মিশেল আজানাভিসুসের “ফাইনাল কাট”।
এবারের উৎসব ২৮ মে পর্যন্ত চলবে। এ বছর প্রতিযোগিতা বিভাগে থাকছে বিভিন্ন দেশের ২২টি সিনেমা। স্বর্ণপামের জন্য লড়বে সিনেমাগুলো।