গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো সদ্য প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’কে।
বুধবার (১ জুন) পশ্চিমবঙ্গের কলকাতার রবীন্দ্র সদনে শেষবারের মতো শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এই গায়ককে। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
কফিনে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপনের পর কেকে’র স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং ছেলে নকুল কৃষ্ণা কুন্নাথের সঙ্গে কথা বলেন মমতা ব্যানার্জি। এ সময় মুখ্যমনন্ত্রীর হাত ধরে কান্নায় ভেঙে পড়েন জ্যোতি।
এর আগে বুধবার স্থানীয় সময় সকালে এসএসকেএম হাসপাতালে কেকে’র ময়নাতদন্ত সম্পন্ন হয়। রবীন্দ্র সদনে শ্রদ্ধা জ্ঞাপনের পরই শিল্পীর মরপদেহ নিয়ে মুম্বইয়ে ফিরবেন তার স্বজনেরা।
মঙ্গলবার কলকাতার গুরুদাস কলেজে কনসার্ট শেষে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫৪ বছর বয়সী এই তারকা। সোমবার মুম্বাই থেকে গানের দল নিয়ে কলকাতায় আসেন কেকে। বুধবার তার আরও একটি শো করার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন এ সঙ্গীতশিল্পী। তার শেষ স্মৃতির এক করুণ সাক্ষী হয়ে রইলো সুরের শহর কলকাতা।