দুবৃত্তের দ্বারা বলিউড তারকা সালমান খানকে হত্যার পরিকল্পনা ফাঁস হওয়ার পর মুম্বাইয়ের পুলিশ কর্তৃপক্ষ সালমানের নিরাপত্তা বিশেষভাবে জোরদার করেছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সাম্প্রতিক সময়ে সাম্পাত নেহরা নামে এক সন্ত্রাসীকে আটক আটক করেছে, যিনি বলিউডের এই তারকাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
এই হত্যা পরিকল্পনার পেছনে রাজস্থানের কুখ্যাত সন্ত্রাসী লরেন্স বিশ্বনয়ের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্ল্যাকবাক হরিণ শিকারের সালমানের জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে লরেন্স বিশ্বনয়ের সন্ত্রাসী দলের কাছ থেকে সালমান এই বছরের জানুয়ারি মাসে হত্যার হুমকি পেয়েছিলেন।