শাহরুখ খান এবং কারিনা কাপুর অভিনীত ‘অশোকা’ ছবিটি মুক্তি পায় ২০০১ সালে। সেই সময় মুক্তির পরই দর্শকদের মাঝে ছবিটি জনপ্রিয় হয়। কিন্তু দীর্ঘ ১৭ বছর পরে সেই ছবি নিয়ে এখন বিপাকে কিং খান।
চলতি বছরেই শাহরুখের পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপে ওড়িশায় যাওয়ার কথা ছিল। কলিঙ্গ সেনার হুমকি, শাহরুখ ওই অনুষ্ঠান উপলক্ষে আগামী সপ্তাহে ভুবনেশ্বরে পৌঁছালে তাকে কালো পতাকা দেখানো হবে। এমনকি তার গায়ে কালি ছোঁড়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০১-এর নভেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘অশোকা’তে কলিঙ্গ যুদ্ধকে ভুল ভাবে দেখানোর অভিযোগে এই দলের সদস্যরাই শাহরুখের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। 'অশোকা' ছবিটিতে ওড়িশা এবং কলিঙ্গ সেনার আবেগকে আঘাত দেয়া হয়েছিল এই অভিযোগে শাহরুখকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে কলিঙ্গ সেনা ।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আগামী ২৭ নভেম্বর কলিঙ্গ স্টেডিয়ামে হকি ওয়ার্ল্ড কাপের উদ্বোধনে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন । এই পরিস্থিতিতে শাহরুখ ওই অনুষ্ঠানে যাবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অবশ্য ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত এই বলিউড বাদশা মুখ খোলেননি।