Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিচ্ছেদেও অবিচ্ছেদ্য হৃত্বিক-সুজান!

২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও এই দম্পতি তাদের সম্পর্কের সহযোগিতা অব্যাহত রেখেছেন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ০৯:২৯ এএম

বিবাহ বিচ্ছেদ মানেই যে সব শেষ নয় তার প্রমাণ বারেবারেই দিয়েছেন বলিউড তারকা হৃত্বিক রোশন।

এনডিটিভির খবরে বলা হয়, হৃত্বিক সম্প্রতি তার প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে নিজের সম্পর্কের গতিময়তা নিয়ে ইন্সটাগ্রামে একটি ছবি ও ভিডিওর সাথে তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন।

এছাড়াও ৪৩ বছর বয়সী এই অভিনেতা সুজান এবং তাদের ছেলে হ্রেহান (১২) এবং হৃধন (১০) এর সঙ্গে ছুটি কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে হৃত্বিক এবং তাদের ছেলেদের ছবি তুলছেন সুজান।

হৃত্বিক লিখেছেন, ‘আমার এবং আমার ছেলেদের সাথে কাটানো মুহূর্ত ছবিতে ধরে রাখছে আমার নিকটতম বন্ধু (এবং আমার প্রাক্তন স্ত্রী) সুজান... এটি নিজেই একটি মুহূর্ত।’

হৃত্বিকের ইন্সটাগ্রাম পোস্টে তার এক অনুরাগী লিখেছেন, ‘ভালোবাসার উষ্ণ বার্তা!’ আরেকটি মন্তব্যে অপর একজন লিখেছেন, ‘আপনার বার্তা ভীষণ সুন্দর।’

চার বছর সম্পর্কের পর ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃত্বিক ও সুজান। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল তবে এই দম্পতি তাদের সম্পর্কের সহযোগিতা অব্যাহত রেখেছেন। পারিবারিক অনুষ্ঠান, তাদের সন্তানদের জন্মদিন পালন এবং একসঙ্গে পারিবারিক ভ্রমণ সব কিছুরই দায়িত্ব সামলান হৃত্বিক ও সুজান।

বিচ্ছেদের পর তাদের সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে হৃত্বিক পোস্টে বলেন, ‘এটি আমাদের বাচ্চাদের একটি গল্প বলে। গল্পটা হলো যে, নানা পথ আর নানা ধারণায় বিভক্ত এই বিশ্বে এখনও একত্র হওয়া সম্ভব। এবং আপনি মানুষ হিসেবে বিভিন্ন জিনিস চাইতে পারেন এবং সব চেয়েও অবিচ্ছেদ্য থাকতে পারেন। আরো একত্র, সহনশীল, সাহসী, মুক্ত এবং প্রেমময় বিশ্বের শুরুটা তো বাড়িতেই।’

হৃত্বিক রোশন এবং সুজান খানের ঘন ঘন বাইরে যাওয়া দেখে তাদের আবার বিয়ে করার গুজব ছড়িয়ে পড়ে। তবে, গুজবে পাত্তা না দিয়ে নিজেদের শান্ত সুন্দর সম্পর্ক চালিয়ে গিয়েছেন তারা।


   

About

Popular Links

x