Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়ার তিন শহরে গাইবেন জেমস

কনসার্টে অংশ নিতে আগামী ২৭ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জেমস

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৭:১১ পিএম

অস্ট্রেলিয়ার তিন শহরে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস । সেখানকার প্রবাসীদের আমন্ত্রণে সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে তিনটি কনসার্টে অংশ নেবেন তিনি।

কনসার্টে অংশ নিতে আগামী ২৭ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জেমস।

নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ জুলাই সিডনিতে আয়োজিত “বাংলাদেশ নাইট ২০২২”-এ পারফর্ম করবেন জেমস ও নগর বাউল। এটি অনুষ্ঠিত হবে সিডনির লিভারপুলের হুইটলাম লেজার সেন্টারে। সেখানে জেমস ছাড়াও পারফর্ম করবেন পিন্টু ঘোষ, ডিজে রাহাতসহ দেশের আরও কয়েকজন শিল্পী।

পরদিন ৩১ জুলাই “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মেলবোর্ন” আয়োজিত আরেকটি কনসার্টে অংশ নেবেন জেমস। মেলবোর্নের পর এই রকস্টারের তৃতীয় কনসার্টটি হবে ৬ আগস্ট অ্যাডিলেডে।

অস্ট্রেলিয়ার তিন শহর মাতিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন জেমস।

   

About

Popular Links

x