Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

তিন নায়কের বিপরীতে মাহি’র ‘লাইভ’

মাহিয়া মাহির সঙ্গে আছেন সাইমন সাদিক, আদর আজাদ ও খাইরুল বাশার

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:১৪ পিএম

২০২১ সালে প্রথমদিকে দিকে শুরু হয়েছিল শামীম আহমেদ রনি পরিচালিত সাইকো ঘরানার সিনেমা “লাইভ” এর শুটিং । সিনেমাটি নির্মাণের সমস্ত কাজ শেষে মিলেছে সেন্সর বোর্ডের ছাড়পত্রও। সিনেমাটি এবার মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর এটি পর্দায় আসবে।

ছবিটিতে প্রথমবারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। এতে তার সঙ্গে আছেন সাইমন সাদিক, আদর আজাদ ও খাইরুল বাশার। 

শুক্রবার (১৯ আগস্ট) প্রকাশ পেয়ে সিনেমাটির টিজার। 

টিজারে দেখা যায়, একটি খুনের দায়ে ফেঁসে গেছেন মাহিয়া মাহি। তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সাইমন সাদিক। ছবিতে আরও আছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

এ বিষয়ে চিত্রনায়িকা সাইমন সাদিক বলেন, “গত বছর একই সময়েই শাপলা মিডিয়ার তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হই আমি। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা ছবিতে রাখা হয়েছে।” 


About

Popular Links