Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন

নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৮:৩৮ পিএম

নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন।

ইতোমধ্যেই তার আবদুল্লাহ সাকীর মৃত্যুর খবর জানতে পেরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী, জায়েদ খানসহ আরও অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওমর সানী লিখেছেন, “একটা দুঃসংবাদ পেলাম এখন। আমার বিখ্যাত ছবি ‘প্রেম গীত’-এ আমার সঙ্গে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকী ভাই গতকাল রাত ১টার সময় ইন্তেকাল করেছেন। উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।”

উল্লেখ্য, নব্বইয়ের দশকের অসংখ্য সিনেমায় সহ-অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল আব্দুল্লাহ সাকীকে।

   

About

Popular Links

x