Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘কিল হিম’ সিনেমায় অনন্তর পারিশ্রমিক ৪০ লাখ, বর্ষার ১০ লাখ

প্রথমবারের মতো নিজের প্রযোজনার বাইরে সিনেমায় নাম লিখিয়েই ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিলেন অনন্ত জলিল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ এএম

প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। “সুনান মুভিজ” এর ব্যানারে “কিল হিম” নামের অ্যাকশনধর্মী সিনেমাটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।

শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। 

সেখানেই জানানো হয়, পারিশ্রমিক হিসেবে এ ছবির নায়ক অনন্ত জলিল পাবেন ৪০ লাখ টাকা আর নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। 

মহরতে আনুষ্ঠানিকভাবে অনন্ত জলিলের হাতে পারিশ্রমিকের অগ্রীম ৫০% এর চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। 

তিনি জানান, ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড এটি।

“কিল হিম” সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।

মহরতে জানানো হয়, আগামী ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে “কিল হিম”।

About

Popular Links