Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

মিতুকে নিয়ে 'আগুন' সিনেমার শুটিংয়ে ফিরলেন শাকিব খান

শাকিব খানের সঙ্গে নবাগতা জাহরা মিতুকে নিয়ে ‘আগুন’ সিনেমাটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:১৬ পিএম

২০১৯ সালে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে নবাগতা জাহরা মিতুকে নিয়ে “আগুন” সিনেমা শুরু করেন পরিচালক বদিউল আলম খোকন। সে বছরের ৫ আগস্ট শুরু হয় সিনেমাটির শুটিং। একই বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ।

এরপর সিনেমাটির প্রযোজক ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হলে অনিশ্চিত হয়ে পড়ে এটির ভবিষ্যৎ। তারপর আসে করোনাভাইরাসের বাধা। তবে সকল বাধা পেরিয়ে অবশেষ ফের শুটিং শুরু হয়েছে সিনেমাটির। 

দুই বছর পর জাহরা মিতুকে নিয়ে সিনেমাটির শেষ পর্যায়ের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান।  

শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের একটি রিসোর্টে সিনেমাটির শুটে অংশ নিয়েছেন শাকিব-মিতু।

জানা গেছে, টানা ছয় দিন চলবে আগুনের শুটিং। সম্পাদনা শেষে আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক করা হবে।

সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

   

About

Popular Links

x