দুবাই থেকে মুম্বাই ফেরার পথে বিপাকে পড়লেন বলিউড তারকা শাহরুখ খান। মুম্বাই বিমানবন্দরে শুল্ক কর্মকর্তার জেরার মুখে পড়েছেন তিনি। সেখানে তাকে এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক কর্মকর্তারা।
শনিবার (১২ নভেম্বর) টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খান ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় ১৮ লাখ টাকা মূল্যের কয়েকটি ঘড়ির বক্স নিয়ে আসেন। এগুলো নিয়েই শুল্ক কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
আরও পড়ুন- জন্মদিনে আবারও হলে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'
মুম্বাই বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের নিয়ম মোতাবেক যা যা করার দরকার সবই করেছিলেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব বেশি সময় লাগেনি। পরে বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেন অভিনেতা।
বিমানবন্দরের ঘটনা নিয়ে শাহরুখ খানের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন- লকডাউনে সালমান-হৃত্বিকদের কাছ থেকে ফিটনেস পরামর্শ নিতেন শাহরুখ খান
বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা ইউনিটের একটি সূত্র জানিয়েছে, ঘড়ির বক্সের শুল্ক বাবদ ৬ লাখ ৮৩ হাজার রুপি জরিমানা দেওয়ার পর শাহরুখ খানকে যেতে দেওয়া হয়। যা বাংলাদেশি মুদ্রায় সাত লাখ টাকা।