Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা!

এটিই হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:২৬ এএম

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, নানা ধরনের ব্যবসা ও সামাজিক উদ্যোগে জন্য বেশ খ্যাতি রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। শুধু বলিউড অভিনেত্রী বললে ভুল হবে, তিনি তো অভিনয় করছেন হলিউডের সিনেমায়ও। এবার তার মুকুটে যোগ হতে চলেছে আরেকটি নতুন পালক।

জানা গেছে, আগামী ১৮ ডিসেম্বর কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে ট্রফি উন্মোচন করতে চলেছেন তিনি।

ফিফা বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এনডিটিভি বলছে, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শিগগিরই কাতার রওনা হবেন দীপিকা পাড়ুকোন। এটিই হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ।

ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা। 

প্রতিদিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে। বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা তা আরও অনেকটা বাড়িয়ে দেবে।

পর্দায় শেষবার দীপিকাকে দেখা গিয়েছিল “গেহরাইয়া” ছবিতে। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা “পাঠান”। সেখানে শাহরুখ খান এবং জন আব্রাহামকেও দেখা যাবে। এ ছাড়া “প্রোজেক্ট কে” নামে আর একটি সিনেমার কাজেও এখন ব্যস্ত দীপিকা। সেখানে দক্ষিণী অভিনেতা প্রকাশ রয়েছেন। এছাড়া রণবীর সিংয়ের সঙ্গে “সার্কাস” সিনেমাতেও বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।

   

About

Popular Links

x