Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

নুসরাত ফারিয়া: আমার বিয়ে আর হবে না, করছি না

ফারিয়া জানান, এই সিদ্ধান্ত অনেক ভেবে নিয়েছেন তারা। কোনো কিছুই হুট করে হয়নি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

২০২০ সালে বিয়ে নিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, আংটি বদলও হয় তখন। এরপর অপেক্ষা কবে গাঁটছড়া বাঁধবেন এই নায়িকা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

আপাতত বিয়ে করছেন না ফারিয়া। নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি পাত্র-পাত্রী দুজন মিলে নিয়েছেন সেটাও জানা গেল অভিনেত্রীর কথায়।

ফারিয়া এ নিয়ে গণমাধ্যমে বলেন, “আমার বিয়ে আর হবে না, করছি না। জীবনে উত্থান-পতন তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনও হয়ওনি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।”

আরও পড়ুন- নতুন বছরে চমক নিয়ে আসছেন আরিফিন শুভ

এই নায়িকা বলেন, “আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।”

ফারিয়া আরও জানান, এই সিদ্ধান্ত অনেক ভেবে নিয়েছেন তারা। কোনো কিছুই হুট করে হয়নি।

   

About

Popular Links

x