Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

২০২২ সালে ১০০ কোটির ক্লাবে নাম লেখানো ভারতীয় সিনেমাগুলো

আনিস বাজমি পরিচালিত ভুল ভুলাইয়া-২ সিনেমাটি একটি হরর কমেডি ঘরানার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:১৫ পিএম

করোনাভাইরাস মহামারির কারণে ভারতীয় সিনেমা শিল্পে প্রায় ধস নামে। তবে ২০২২ সালে আরআরআর, কেজিএফ: চ্যাপ্টার-২ এবং ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবের মতো ব্লকবাস্টার সিনেমাগুলো আশার আলো দেখায়। ২০২২ সালে ১০০ কোটির ক্লাবে নাম লেখানো ভারতীয় সিনেমাগুলো হলো-

ভুল ভুলাইয়া-২

আনিস বাজমি পরিচালিত ভুল ভুলাইয়া-২ সিনেমাটি একটি হরর কমেডি ঘরানার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন-কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি ও টাবু। ২০২২ সালের সবচেয়ে বড় হিট সিনেমাগুলোর মধ্যে এটি একটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, ছবিটি মুক্তির এক মাসের মধ্যে ১৭১ কোটি রুপি সংগ্রহ করে।

ব্রহ্মাস্ত্র: পার্ট ১- শিব

সাই-ফাই অ্যাকশন ফিল্ম ব্রহ্মাস্ত্র: পার্ট ১- শিব ছিল ২০২২ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। যেখানে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও মৌনি রায় প্রধান ভূমিকায় অভিনয় করেন। অয়ন মুখার্জি পরিচালিত, ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ২২৫ কোটি রুপি আয় করে।দৃশ্যম ২

অভিনেতা অজয় দেবগনের সাসপেন্স থ্রিলার ফিল্ম “দৃশ্যম ২” হল ২০২২ সালের আরেকটি ব্লকবাস্টার হিট।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, ছবিটি ১৯৬ কোটি রুপি আয় করেছে এবং সফলভাবে প্রেক্ষাগৃহে চলছে।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সঞ্জয় লীলা বনসালির পিরিয়ড ড্রামা ফিল্ম গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করে আলিয়া ভাট ব্যাপক দর্শক প্রশংসা পেয়েছেন। সিনেমাটি বক্স অফিস থেকে প্রায় ১২৫ কোটি রুপি আয় করে।

আরও পড়ুন- ভারতে সাড়া জাগানো ‘দ্য কাশ্মীর ফাইলস' সিঙ্গাপুরে নিষিদ্ধ

কাশ্মীর ফাইল

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত “দ্য কাশ্মীর ফাইলস” ছিল ২০২২ সালের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন-অনুপম খের, মিঠুন চক্রবর্তী ও দর্শন কুমার। “দ্য কাশ্মীর ফাইলস” বক্স অফিসে ২০০ কোটির বেশি আয় করেছে।আরআরআর

এসএস রাজামৌলি পরিচালিত প্যান ইন্ডিয়া ফিল্ম আরআরআর ছিল ২০২২ সালের সবচেয়ে বড় হিটগুলোর মধ্যে একটি। যেখানে অভিনেতা রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগন প্রধান চরিত্রে অভিনয় করেন।

তরণ আদর্শের মতে, ছবিটি বিশ্বব্যাপী ১,১০০ কোটি রুপি আয় করে।

আরও পড়ুন- ‘আরআরআর' টিমকে রামচরণের সাড়ে ২০ লাখ টাকার স্বর্ণমুদ্রা উপহার


“আরআরআর” সিনেমার সাফল্যে চলচ্চিত্রটির কলাকুশলীদের স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন রামচরণ


কেজিএফ ২

চলতি বছর মুক্তি পাওয়া কন্নড় ফিল্ম “কেজিএফ-২” ব্লকবাস্টার হিট হয়। যেটিতে দক্ষিণী অভিনেতা যশ, বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন প্রধান ভূমিকায় অভিনয় করেন।

তরণ আদর্শের মতে, সিনেমাটির হিন্দি সংস্করণ ৪৩০ কোটি রুপি আয় করে।

আরও পড়ুন- ‘কেজিএফ-২'-এর গান বাজিয়ে টুইটার অ্যাকাউন্ট গায়েব!


‘কেজিএফ চ্যাপ্টার টু' চলচ্চিত্রের একটি পোস্টারে যশ সংগৃহীত


বিক্রম

দক্ষিণী অভিনেতা কমল হাসান ও বিজয় সেতুপতির অ্যাকশন থ্রিলার প্যান ইন্ডিয়া ফিল্ম “বিক্রম”।

সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৩০০ কোটি রুপি আয় করে।

কান্তারা

ঋষব শেট্টি রচিত ও পরিচালিত “কান্তরা'ৎ” ছিল ২০২২ সালের অন্য একটি ব্লকবাস্টার হিট প্যান ইন্ডিয়া ছবি।

তরণ আদর্শের মতে, কান্তারা সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০০ কোটি রুপি আয় করে।

পোন্নিয়িন সেলভান ১

পরিচালক মণি রত্নমের ম্যাগনাম ওপাস পোন্নিয়িন সেলভান ১ ছবিতে দক্ষিণী অভিনেতা বিক্রম, ত্রিশা কৃষ্ণান কার্তিক শিবকুমার, জয়ম রবি ও ঐশ্বরিয়া রাই বচ্চন প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।

ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এবং বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।

About

Popular Links