ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি বরাবরই আলোচনায় থাকেন। এ বছরটা সিনেমার শুটিংয়ের বাইরে থাকলেও ছিলেন না আলোচনার বাইরে। বছরের শুরুতে হঠাৎ করেই জানান অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ের খবর, তারপর তাদের কোলজুড়ে আসে সন্তান। নিজেদের সুখের রাজ্য গড়ে তুলতে এই তারকা দম্পতি তাদের ছেলে সন্তানের নামও রাখেন রাজ্য।
এরপর পরী বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দেন, ভালো যাচ্ছে না তাদের দাম্পত্য সম্পর্ক। তারপরই আবার দেখা যায় তাদের সাংসারিক খুনশুটির। তবে বছরের শেষ দিনটাতে এসে আবারও বিস্ফোরক খবরই দিলেন পরীমণি।
ভাঙতে বসেছে আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সুখের রাজ্য। পরীমণির ফেসবুক পোস্টে সেটার ইঙ্গিত পাওয়া গেলো।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত একাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।”
ফেসবুকে পরী বিবাহবিচ্ছেদের বিষয়ে সরাসরি কিছু না বললেও তার পোস্ট দেখে নেটিজেনরা ধরেই নিয়েছেন আর টিকছে না তাদের সংসার।
উল্লেখ্য, এ বছরের ১০ জানুয়ারি পরীমণি ও রাজ জানান তারা গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেছেন। একই দিনে ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সর্বশেষ ছবি হিসেবে পরীমণি শুটিং করেছেন অরণ্য আনোয়ারের “মা” সিনেমার।