অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে সামনে এলেন চিত্রনায়িকা জাহারা মিতু। চলমান অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম কবিতার বই “প্রেমিকার নাম কবিতা”।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, “বই পড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া কেউ বড় হতে পারবে না। বড় হতে হলে বই পড়তে হবে এবং আরও পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ার কোনো বিকল্প নেই। তাই বইকে লি জীবনের পাল তোলা নৌকা। যতই পড়িবে ততই শিখিবে।”
জাহারা মিতুর উদ্দেশে তিনি বলেন, “মিতুকে নায়িকা বলে জানতাম, সে এখন কবি হয়ে গেছে। তার বই প্রকাশ পেয়েছে।”
এ সময় চিত্রনায়িকা কেয়া, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বইয়ের মোড়ক উন্মোচন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানান জাহারা মিতু। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আজ বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা'র মোড়ক উন্মোচন করলেন মাননীয় সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের (এমপি)।আমি চিরকৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট।”
বইমেলায় দেশ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে জাহারা মিতুর প্রথম কাব্যগ্রন্থটি।
এদিকে, সোমবার বইমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।