Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুক্তি না পেতেই রেকর্ড আয় বিজয়ের নতুন সিনেমার

এর আগে মুক্তির আগে কোনো তামিল সিনেমা এতো বেশি আয় করতে পারেনি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৯ পিএম

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত “মাস্টার” সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় ও পরিচালক লোকেশ কানাগরাজ। সিনেমাটির ব্যবসায়িক সাফল্যের পর “লিও: ব্লাডি সুইট” নামের আরেকটি ছবিতে তারা জুটিবদ্ধ হচ্ছেন। এতে খল চরিত্রে দেখা যাবে বলিউডের সঞ্জয় দত্তকেও। কিছুদিন আগে সিনেমাটির টিজারও প্রকাশ্যে এসেছে।

টিজার আসার পরপরই “লিও: ব্লাডি সুইট” নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ শোরগোল পড়ে গেছে। গ্যাংস্টার ঘরানার প্যান ইন্ডিয়ান সিনেমাটি আগামী অক্টোবরে মুক্তির কথা রয়েছে। তবে প্রেক্ষাগৃহে মুক্তি এমনকি ট্রেইলার আসার আগেই সিনেমাটির আয়ে অনেকের চোখ কপালে উঠে গেছে।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়, “লিও: ব্লাডি সুইট” সিনেমাটি মুক্তির আগেই ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর আগে মুক্তির আগে কোনো তামিল সিনেমা এতো বেশি আয় করতে পারেনি। সিনেমাটির বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে রেকর্ড পরিমাণ এ আয় এসেছে।

ঘনিষ্ঠ এক সূত্রের তথ্য অনুযায়ী, ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সের কাছে ১২০ কোটি রুপির বিনিময়ে সিনেমাটির (হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড়) ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে। ৭০ কোটি রুপিতে সান টিভির কাছে স্যাটেলাইট রাইটস এবং ১৮ কোটি রুপিতে সনি মিউজিকের কাছে ছবিটির মিউজিক্যাল রাইটস বিক্রি হয়েছে।

তবে এখানেই “লিও: ব্লাডি সুইট” ছবিটির প্রি-সেলের আয় শেষ হয়নি। ১৭৫ কোটি রুপির বিনিময়ে বিশ্বব্যাপী বিজয়-লোকেশের থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে। এছাড়া, সেট ম্যাক্স এবং গোল্ডমাইনের কাছে সিনেমাটির হিন্দি ডাবিং ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হচ্ছে ৩০ কোটি রুপিতে।

“লিও: ব্লাডি সুইট” সিনেমাটি গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় ছবি। এ সিরিজের আগের দুই সিনেমা হলো “কাইথি” ও “বিক্রম”। “লিও: ব্লাডি সুইট”র মতো আগের দুই সিনেমাও পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। ব্যবসায়িক সফলতার পাশাপাশি চিত্রনাট্য আর নির্মাণের জন্য সিনেমা দুটি প্রশংসা কুড়িয়েছিল।

ধারণা করা হচ্ছে, আগামী আগস্টে “লিও: ব্লাডি সুইট” সিনেমার শুটিং শেষ হবে। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। বিজয়ের সঙ্গে সিনেমাটিতে তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখকেও দেখা যাবে।

   

About

Popular Links

x