Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে

এছাড়াও এবারের প্রতিযোগীতায় চমক ছড়িয়েছেন মিস স্পেন অ্যানজেলা পঞ্চে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০৪ পিএম

মিস ইউনিভার্স ২০১৮ এর খেতাব জিতে নিয়েছেন ফিলিপাইনের প্রতিযোগী ক্যাট্রিওনা গ্রে। থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ২৪ বছর বয়সী ৯৩ জন প্রতিযোগীকে হারিয়ে জিতে নিলেন সংগীত বিষয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনারত  গ্রে এবারের খেতাব।

শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে চূড়ান্ত পর্বে সবাইকে মুগ্ধ করেন ক্যাট্রিওনা। তবে এবছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই আলোচনায় ছিল মিস অস্ট্রেলিয়া ফ্রান্সেসকা হাং। প্রথমে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বর্ণবাদী মন্তব্যের কারণে বেশিদূর যেতে পারেননি তিনি। মিস ইউএসএ সারা রোজ সামারস সমালোচিত হয়েছেন মিস কম্বোডিয়া এবং মিস ভিয়েতনামের ইংরেজি ভাষার অদক্ষতা নিয়ে কথা বলে। এজন্য ক্ষমা চেয়েছেন সামারস। পরে সেরা দশ বাছাইয়ের সময় বাদ পড়েন তিনি। 

এছাড়াও এবারের প্রতিযোগীতায় চমক ছড়িয়েছেন মিস স্পেন অ্যানজেলা পঞ্চে। প্রথম ট্রান্সজেন্ডার প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।


About

Popular Links