Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘পাঠান’ গল্পহীন ভিডিও গেমস, বললেন পাকিস্তানি অভিনেতা

বক্স অফিসে ঐতিহাসিক সাফল্যের পর ওটিটিতেও ইতিবাচক সাড়া পাচ্ছে শাহরুখ খান অভিনীত স্পাই থ্রিলার ঘরানার সিনেমাটি

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৫:৪৯ পিএম

“পাঠান” সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছিলেন শাহরুখ খান। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে বলিউড ইতিহাসেই ধরাছোঁয়ার বাইরে গিয়ে আলাদা জায়গা করে নিচ্ছে অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটি। গত সপ্তাহে ওটিটতে মুক্তি পাওয়ার পরও সিনেমাটি ইতিবাচক সাড়া পেয়েছে।

অভাবনীয় সাফল্য পেলেও “পাঠান” সিনেমাটি পাকিস্তানের অভিনেতা ইয়াসিন হুসেনের মন ভরাতে পারেনি। অনলাইনে সিনেমাটির রিভিউ করার সময়ে তিনি “পাঠান”কে নিতান্ত গল্পবিহীন ভিডিও গেম বলে অভিহিত করেছেন। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শুক্রবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে একাধারে অভিনেতা ও চিত্রনাট্যকার ইয়াসিন হুসেন বলেন, “আপনার যদি ‘মিশন ইমপসিবল ১' দেখা থাকে, তাহলেই শাহরুখ খানের ছবি ‘পাঠান'কে একটি গল্পহীন ভিডিও গেম ছাড়া আর কিছুই মনে হবে না।”

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয় সিনেমাটির প্রদর্শনী। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয়েছে সিনেমাটি। বলিউড ইন্ডাস্ট্রির দ্বিতীয় এবং ভারতের পঞ্চম সিনেমা হিসেবে ইতোমধ্যে বিশ্বব্যাপী “পাঠান”র আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে। বলিউড তো বটেই, হিন্দি ভাষার চলচ্চিত্রের মধ্যেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে “পাঠান”। বক্স অফিস সাফল্যের পর গত ২২ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে “পাঠান”।

বক্স অফিসে শাহরুখ খানের সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপর গত চার বছর ধরে মূখ্য ভূমিকায় বড় পর্দায় দেখা মেলেনি বলিউড বাদশাহর। অন্যদিকে, গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের উত্থানে বলিউডের চলচ্চিত্রগুলো ক্রমাগত মুখ থুবড়ে পড়ছিল। শেষ পর্যন্ত চার বছর পর রুপালি পর্দায় ফিরে মাথা নুইয়ে পড়া বলিউডকে আবারও চাঙা করে তুলেছেন কিং খান। 

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মুক্তি পেয়েছিল “পাঠান”। ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত “পাঠান” চলচ্চিত্রে শাহরুখের সঙ্গে রয়েছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকেও। পাশাপাশি বিভিন্ন চরিত্রে আছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। এছাড়া, স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে টাইগার ভূমিকায় ক্যামিও চরিত্রে আছেন সালমান খানও।

About

Popular Links