Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলো ছড়াবে জয়ার সিনেমা

রাশিয়া, ফ্রান্স, চীন, আর্জেন্টিনা, সার্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়ে, মেক্সিকো, কানাডা, জাপানের মতো দেশের সিনেমার সঙ্গে জয়ার সিনেমাটি মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৫:২৮ পিএম

আগামী ২০-২৭ এপ্রিল পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হবে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিখ্যাত এ উৎসবের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগের জন্য মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাশিয়া, ফ্রান্স, চীন, আর্জেন্টিনা, সার্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়ে, মেক্সিকো, কানাডা, জাপানের চলচ্চিত্রও।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে জয়া আহসানের অভিনীত “পেয়ারার সুবাস” সিনেমাটিও, ইংরেজিতে যেটির নাম “দ্য সেন্ট অব সিন”। আগামী ২৬ এপ্রিল উৎসবে গুণী নির্মাতা নুরুল আলম আতিকের পরিচালিত সিনেমাটির প্রিমিয়ার হবে।

প্রসঙ্গত, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বশেষ আসরেও বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল। গেল বছর এ উৎসবের ৪৪তম আসরে নির্বাচিত হয়েছিল তরুণ নির্মাতা যুবরাজ শামীমের পরিচালিত বাংলাদেশি সিনেমা “আদিম। সিনেমাটি পরবর্তীতে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডসহ নেটপ্যাক সম্মাননা অর্জন করে। উৎসবের এবারের আসরে বিচারকের আসনেও রয়েছেন যুবরাজ।

পেয়ারার সুবাস সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করা জয়া আহসান বর্তমানে জাপানে রয়েছেন। চেরি ফুলের দেশে থাকা অবস্থায়ই মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমা মনোনয়ন পাওয়ার কথা শুনে যারপনাই উচ্ছ্বসিত এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তিনি নিজের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেন।


ফেসবুক পোস্টে জয়া আহসান বলেন, “আমার অন্যতম পছন্দের কাজ, নূরুল আলম আতিক পরিচালিত ছবি 'পেয়ারার সুবাস ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে, ১৪+ সিকোয়েল,  দ্য ডেড ম্যানস ব্রাইড, ফার্স্ট লাভ, প্যারাডাইস লস্টসহ ১২টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ছবির সঙ্গে নির্বাচিত। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই সম্মানীয় চলচ্চিত্র উৎসবের সঙ্গেই। এই খবরে আমরা বিশেষভাবে আপ্লুত।”

এ অভিনেত্রী আরও বলেন, “‘পেয়ারার সুবাস এক ভিন্নধর্মী বাংলা ছবি, বিশ্বের দরবারে এই ছবির অভিযান আরও উজ্জ্বল হোক, ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে জানাই শুভেচ্ছা নিরন্তর।'”

উল্লেখ্য, ২০১৬ সালের দিকে “পেয়ারার সুবাস” সিনেমাটির কাজ শুরু হয়েছিল। এরপর নানা জটিলতায় সিনেমাটির কাজ বিলম্বিত হয়েছে। অবশেষে দীর্ঘ ৭ বছর পর সিনেমাটির নির্মাণ সম্পন্ন হয়েছে। জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু প্রমুখ অভিনয় করেছেন।

About

Popular Links