সাম্প্রতিক সময়ে একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।একের পর এক হত্যার হুমকি পেয়ে নিজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গত সপ্তাহেই কিনেছেন নতুন একটি বুলেটপ্রুফ গাড়ি।
নিশান পেট্রোল এসইউভি নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে চড়েই “কিসি কা ভাই, কিসি কি জান” সিনেমার প্রচারণায় নেমেছেন “বলিউড ভাইজান”।
এছাড়া ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার কারণে বর্তমানে সরকারের দেওয়া “ওয়াই প্লাস' নিরাপত্তা পাচ্ছেন সালমান। চারজন সশস্ত্র নিরাপত্তাকর্মী বা কমান্ডো সবসময়ই তার পাশে থাকছে।”
এতোকিছুর মধ্যেও থেমে নেই হত্যার হুমকি। এবার পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানানো হলো সালমান খানকে হত্যার দিনক্ষণ।
সোমবার (১০ এপ্রিল) রাতে এ হুমকির ফোন আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে। অজ্ঞাতপরিচয়ে ফোনকলে জানানো হয়, আগামী ৩০ এপ্রিল খুন করা হবে সালমান খানকে।
এ ঘটনার পর জোর তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।
সালমান খানকে এর আগে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে।সর্বশেষ গত ১৮ মার্চ ই–মেইলের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।