Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

'সঞ্জু' চরিত্রে প্রতিদ্বন্দ্বী কে ছিল?

সঞ্জয়ের চরিত্রে শুরুতে রণবীর কাপুরকে নিয়ে কাজ করতে ইচ্ছুক ছিলেন না বিধু বিনোদ চোপড়া। 

আপডেট : ২০ জুন ২০১৮, ০৭:১১ পিএম

বলিউড পাড়ায় নিয়মিত আলোচনায় সমালোচনা চলে ছবির নায়ক, নায়িকা পরিচালক কিংবা প্রযোজকদের নিয়ে। বেশকিছুদিন আলোচনার তুঙ্গে রয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক নির্মিত ছবি ‘সঞ্জু’ নিয়ে। 

এখন গুঞ্জন উঠেছে নির্মাতা বিধু বিনোদ চোপড়ার ‘সঞ্জু’ চরিত্রে রণবীর কাপুরকে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না।এবং সঞ্জয়কে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোর বিরোধী ছিলেন। 

জানা গেছে, রাজকুমার হিরানী সঞ্জয়ের বায়োপিক নির্মাণের  প্রস্তাব একদমই রাজি ছিলেন না বিধু। বিধু লেখকদের মুখেই সঞ্জয়ের জীবনের গল্প শোনেন। তারকার জীবন কাহিনি শুনে প্রযোজক রীতিমতো স্তব্ধ হয়ে যান। 

বিধু জানান, ‘প্রথম দিকে আমি ভেবেছিলাম ঘটনাগুলো অতিরঞ্জিত। সঞ্জয় নিশ্চয় রাজুকে এসব কাহিনি বানিয়ে বলেছেন। কিন্তু গবেষণা করে দেখা গেছে, তিনি একটুও মিথ্যা বলেননি। ৩০৮ জন বান্ধবী থেকে শুরু করে বাস টিকিটের জন্য সঞ্জুর ভিক্ষা করার ঘটনা সবই সত্যি।’

সঞ্জয়ের চরিত্রে শুরুতে রণবীর কাপুরকে নিতে ইচ্ছুক ছিলেন না বিধু। তাঁর ইচ্ছা ছিল রণবীর সিংকে নিয়ে কাজ করার। বিধুর মতে, রণবীর সিং এক কথায় অসাধারণ, গভীরতা বেশি আর নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে নতুন এক মানুষে পরিণত করার করার ক্ষমতা আছে তাঁর মধ্যে।

কিন্তু জের ছিল রাজকুমার হিরানীর। রণবীর কাপুরকে নিয়েই ছবি বানাতে চান। অতঃপর তাঁর ইচ্ছায় সঞ্জু চরিত্রে নেওয়া হয় রণবীরকে।  শুটিংএ  রণবীরকে সঞ্জয় দত্ত হয়ে উঠা দেখে মুগ্ধ হন বিধু। তার ভাষ্য মতে, ‘আসলে রাজু ঠিক বলেছেন। সঞ্জয়ের চরিত্রে রণবীর কাপুরই পারফেক্ট’। 

২৯ জুন মুক্তি পাচ্ছে ‘সঞ্জু’। ছবিতে রণবীর কাপুর ছাড়া আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সোনম কাপুর, দিয়া মির্জা, আনুশকা শর্মা, কারিশমা তান্না, ভিকি কুশল ও জিমি সর্ব।

   

About

Popular Links

x