Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রবাদপ্রতীম সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আর নেই

ছয় দশকের বেশি সময় বাংলা গান ও রবীন্দ্রসংগীতে বড় প্রভাব রেখেছেন দ্বিজেন মুখোপাধ্যায়

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০১ পিএম

পশ্চিম বাংলার বিশিষ্ট সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে তিনি আজ (২৪ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১টা ৫০ মিনিটে কোলকাতার সল্টলেকের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। 

১৯২৭ সালের ১২ নভেম্বর জন্ম নেয়া আধুনিক বাংলা গানের জনপ্রিয় এই শিল্পীর গলার সঙ্গে অনেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের মিল খুঁজে পেতেন। তার গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান এক অন্য মাত্রায় পৌঁছে যেত। 

সংগীতে বিশেষ অবদান রাখার জন্য দ্বিজেন মুখোপাধ্যায় ২০১০ সালে পদ্মভূষণ পুরষ্কার পান। পরের বছর বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ছয় দশকের বেশি সময় বাংলা গান ও রবীন্দ্রসংগীতে বড় প্রভাব রেখেছেন দ্বিজেন মুখোপাধ্যায়।


About

Popular Links